প্রযুক্তি দুনিয়া

সাগতম সবাইকে আমার এই ছোট্ট ব্লগটিতে


Banner 468

Featured entries

Friday, July 27, 2012

কিভাবে আপনি আপনের ব্লগ এ মোবাইল টেমপ্লেটে যুক্ত করবেন


ব্লগার এবং মোবাইল - আপনাদের জন্য গ্রাহ্য হবে? 

ডিফল্টরূপে, যখন কেউ আপনার ব্লগ ​​দেখে হহ্ত সেটি হোক একটি স্মার্টফোন, ট্যাবলেট বা অন্যান্য মোবাইল ডিভাইসে ব্যবহার করে, তারা কেবল চান "পূর্ণ সাইট" তারা দেখুক একটি মোবাইল ডিভাইসে দিয়ে কিন্তু তারা চায় পুরো সাইটটি দেকতে যেমনটি তারা pc মধ্যে দেখে থাকে। যদি তারা একটি পিসি ব্যবহার করত, পেজ আপ ভাল হত, কারণ মোবইলে এর ছোট পর্দায় থাকায় পুরো পেজ আপ হয় না কারণ আমাদের পেজ গুলো ছোট পর্দায় জন্য সেট আপ করা থাকে না সে ক্ষেত্রে, এই হল একটা বড় সমস্যা  উদাহরণস্বরূপ, শেষ সময় আমি দেখতে লাগলাম এই সাইটের জন্য পরিসংখ্যান কষ্টসহকারে, সেইখানে দেখা গেল বেশিরভাগ দর্শকদের মোবাইল ছিল। তাই তারা ভিসিট করত ভিসিট করত বেশি মোবইলে থেকে। যেমন গুগল map যেটি বেশিরভাগ মানুষ থেকে দেখছে। উদারন হিসাবে আরেকটি দেওয়া যেতে পারে যেমন, public-transport blog গুলোর 25% দর্শক আসে মোবাইল ভিসিটর হতে। তাহলে আপনারা ভুজতে পারছেন একটি ব্লগ কম্পিউটার এর পাশাপাশি মোবইলে দর্শকদের চাহিদা কোনো অংশে কম নয়।

কিভাবে সক্রিয় করবেন ?

আমরা জানি যে মোবইলে পর্দা যেহেতু ছোট সাইজ এর তাই সাইজ অনুসারে আপনের টেমপ্লেটে নির্বাচন করতে হবে। মোবইলে এর পর্দা ৩০০ সাইজ এর হয়ে থাকে।

কিভাবে আপনার ব্লগ মোবাইল টেমপ্লেটে যুক্ত করবেন ? 

প্রথমত email ও password দিয়ে ব্লগ এ প্রবেশ করুন।
তারপর tab থেকে টেমপ্লেটে নির্বাচন করুন যদি আপনার ব্লগ এর designe টি ডায়নামিক আকারে থাকে তাহলে আপনি চিত্রের মত মোবাইল অপশন খুঁজে পাবেন


যদি আপনার ব্লগ টি তে মোবইলে অপশন সেট আপ করা না থাকে ব্লগ এ শব্ধ গুলো আপনের ব্লগ আর মধ্য বরাবর শো করবে না। তাই নিচের চিত্রের মত করে আপনি চাইলে  মোবাইল টেম্পলেট নির্বাচন এর সময় আপনি টেমপ্লেটে এর জায়গায় yes show mobile template on mobile devices.  অপশন টি সিলেক্ট করুন তার পর save বাট্টন ক্লিক করে apply করুন 




গুরুত্তপুণ্য কিছু কথা:
  • যদি আপনি ডিফল্ট নির্বাচন করেন, তাহলে আপনার মোবাইল ফর্মা মান আপনার ডেস্কটপ ফর্মা মানের সাথে যাবে অর্থাত্ত মোবাইল পর্দায় লেখা গুলো কম্পিউটার পর্দায় মত বিদ্যমান হবে 
  • আপনি যদি কাস্টম, আপনার মোবাইল ফর্মা আপনার ডেস্কটপ থেকে টেম্পলেট রঙ ছক এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যবহার করার জন্য এবং আপনি পরিবর্তনগুলি এই সেটিংস তোলে করতে পারবেন। 
  • এইবার আপনি যেকিছু পরিবর্তন করেছেন তা দেখার জন্য চিত্রে উল্লেখিত preview সুইত্চ তিতে ক্লিক করুন তাহলে আপনার settings টি লক্ষ্য করতে পারবেন।
Note: যেখন কিছু পরিবর্তনে আপনি আপনের টেমপ্লেট টি download করে নিবেন। এতে কখনো কোনো technical কোনো ত্রুটি হলে আপনি টেমপ্লেটে পুনরাহ upload করে সমস্যা সমাদান করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে 
ভালো থাকবেন সবাই

Thursday, July 26, 2012

অনলাইন এ অর্থ উপার্জন শুরু করুন ব্লগিং দ্বারা ...............................

 
ব্লগিং হল অর্থ উপার্জন এর সবচেয়ে মজাদার দিক। আপনি চাইলে আপনার মনমত করে যেকোনো বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন। অধিকাংশ beginners আছে যারা খুব স্বল্প সময়ের মধ্যে ফলাফল পেতে চান. তারা কেবল মনে করেন যে তারা একটি ব্লগ ​​প্রকাশ করবেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন।  দুই বা তিন মাস অপেক্ষা করার পর তারা যখন ওদিক অর্থ উপার্জন করতে বের্থ হন, তখন তারা প্রায় হতাশ হয়ে পরেন। আমার একটি পড়া সাক্ষাত্কার কঠোর Agrawal এর, তিনি তার বক্তব্য share করেন "আমি অক্টোবর ২০০৮ এর গম্ভীরভাবে ব্লগিং সুরু করেন  এবং আমি পরবর্তী 5 মাস ধরে কোন টাকা উপার্জন করতে পারি নি। তখন শুদু এম ছোট ছোট বিজ্ঞাপন গুলো দিতেন। মার্চ 2009 এবং আমার প্রথম মাস আয় ছিল 45 $ "
সুতরাং এটা পরিষ্কার যে আপনি ছয় মাস সম্পর্কে আপনার হার্ড কাজের ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। সুতারং কখনো এটি চিন্তা করবেন না আপনি ধরে অধিক টাকা উপার্জন করবেন ব্লগ থেকে।

শীর্ষ ১০ টি উপায় অনলাইন এ 'আয়' করার ....................

 

অনলাইন এ অর্থ তৈরীর একটি সহজ কাজ নয়. সফল হতে সময় লাগে. প্রচুর সুযোগ আপনি বাড়িতে বসে টাকা আয় করার। আমারা এইখানে নির্মবর্নিত উপায় গুলো অবলম্বন করে অনলাইন এ টাকা আয় করতে পারি।
1. ব্লগিং: আপনি চাইলে ব্লগিং করে টাকা আয় করতে পারেন। এটা সত্যিই আপনি একটি সুন্দর একটি ব্লগ তৈরী সেটি থেকে আয় করতে পারেন।একটি ব্লগ ​​শুরু করার পর আপনি যে বিষয় টি সম্পর্কে ভালো জানেন সেই বিষয়ের ওপরে ব্লগিং করতে পারেন  আপনার প্রিয় তত্ত্ব গুলো দিয়ে ব্লগিং শুরু করতে পারেন। আপনি যে বিষয় নিয়ে লিকবেন সেই বিষয় গুলো অন্যের কাছে কেমন লাগবে সেই বিষয় গুলোর দিকে লক্ষ্য রাকতে হবে।  সেই বিষয় গুলোর চাহিদা কেমন তা দেখে নিতে পারে। এর জন্য আপনি বিভিন্ন ব্লগ পস্তিং করতে পারেন। তখন আপনি আপনি তাদের উপস্থিতে বসতে পারবেন তারা কত টুকু আনন্দ পাছে আপনের লেখা গুলো পরে। আপনাকে অবশই খেয়াল রাক্তে হবে আপনার লিখা গুলো যেন পাসগ্গিক ও যোক্তিক হয়। অনেক ব্লগার যারা ​​ব্লগিং করে তাদের লিখা গুলকে জীবন্ত করে তুলতে পারে। উদাহরণ হিসাবে, কঠোর Agrawal.

কম্পিউটার ফাইল সংরাক্ষণে সিকিউরিটি গার্ড কার কার লাগবে..???

কেমন আছেন সবাই। আসা করি সবাই ভাল আছেন।
আজকে আমার বিষয়টি কম্পিউটার
ফাইল সংরাক্ষণে সিকিউরিটি গার্ড আর ব্যবহার।
আমরা সাধারণতো কম্পিউটারকে পার্সোনাল পিসি বলে থাকি কিন্তু দেখায়
যাই অন্যকার হাত পরে আপনার কম্পিউটার আর
পার্সোনাল কম্পিউটার থাকে না। 

Wednesday, July 25, 2012

The Amazing Spider Man (2012) Rip 420p 300MB Movie



||The Amazing Spider Man (2012)||
               {300MB | TSRip | 420p | Hin-Eng}




 Director: Marc Webb
Release Date: 29 June 2012
Genre: Action | Fantasy | Thriller
Stars: Andrew Garfield, Emma Stone and Rhys Ifans

Storyline: Like most teenagers, Peter is trying to figure out who he is and how he got to be the person he is today. Peter is also finding his way with his first high school crush, Gwen Stacy, and together, they struggle with love, commitment, and secrets. As Peter discovers a mysterious briefcase that belonged to his father, he begins a quest to understand his parents
disappearance leading him directly to Oscorp and the lab of Dr Curt Connors, his fathers former partner. As Spider-Man is set on a collision course with Connors alter-ego, The Lizard, Peter will make life-altering choices to use his powers and shape his destiny to become a hero.




 

||Download This Movie Via Single Resumable Links Size: 293MB||
 

Note: Please Dont Compare 300MB Rip With 700MB Or Etc. It Has Its Own Importance