Adobe AIR হলো ইন্টারনেট এনাবল ডেস্কটপ এপস। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই অনলাইন টুলগুলো আপনার কাজ গুলো আরো সহজ করে দিবে। এখানে আপনি ইমেজ এডিটিং সহ ডিজাইনিং টুলস পাবেন। আপনার যদি Adobe AIR ইন্সটল করা না থাকে তাহলে পাবেন এখানে http://get.adobe.com/air/
1. ImageSizer

এটা হলো ব্যাচ ইমেজ প্রসেসর টুল যা দিয়ে রিসাইজ, অপটিমাইজ এবং রিনেম করা যাবে একই সাথে অনেক JPG ফাইলকে। ফাইল প্রসেস করার পর তা জিপ ফাইলে রুপান্তর হবে। ইন্টারনেটে স্থানান্তর করতে সুবিধা হবে।
2. Contrast-A

এটা অনেক কাজের একটা টুল যা দিয়ে অনেক সহজেই ডিজাইনের জন্য কালার অপটিমাইজ করা যায়। এটা দিয়ে কন্ট্রাস্ট চেক করা যায় যা স্ট্যান্ডার্ড মানের।
3. Color Browser

আপনার কালার প্যালেট কালেকশনকে সাজিয়ে রাখতে এটা সাহায্য করে। আপনার প্রিয় কালারগুলোকে পরে ব্যবহার করার জন্য স্টোর করে রাখে এই টুল।
4. Font Picker

এই টুল আপনাকে সেরা ফন্টটি সিলেক্ট করতে সাহায্য করবে। এটা আপনার কম্পিউটারে ইন্সটল থাকা সব ফন্টগুলো সেম্পল সহ আপনার সামনে হাজির করবে। যেখান থেকে খুব সহজেই আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারবেন।
5. XeIMG Image Editor

এটা এডোব এয়ারের টপ একটা টুল বলা যায়। বিভিন্ন অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করে তারা খুব সহজেই এই টুল দিয়ে ডিজাইনের কাজটা করে ফেলতে পারে।
আগের পোস্ট পাবেন এখানে
Adobe AIR হলো ইন্টারনেট এনাবল ডেস্কটপ এপস। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই অনলাইন টুলগুলো আপনার কাজ গুলো আরো সহজ করে দিবে। এখানে আপনি ইমেজ এডিটিং সহ ডিজাইনিং টুলস পাবেন। আপনার যদি Adobe AIR ইন্সটল করা না থাকে তাহলে পাবেন এখানে http://get.adobe.com/air/
6. WebKut

এটা এমন একটা ফ্রী টুল যেটা দিয়ে ওয়েব পেজের স্ক্রিনশট নেয়া যাবে। তিনটি অপশন পাওয়া যাবে। the entire page, the current view, অথবা only a selection।
7. SWFShot

এটা দিয়ে ফ্ল্যাশ কন্টেন্ট থেকে হাই রেজুলেশনের ছবি ক্যাপচার করা যাবে এবং তা কম্পিউটার এ সেভ করা যাবে।
8. Caliper Project

কম্পিউটার স্ক্রিনে যদি কোন বস্তু বা যেকোন কিছুর মাপের প্রয়োজন হয় তাহলে কাজে লাগবে এই টুল। এটা যে কোন প্রোগ্রামের উপর কাজ করবে তাই যে কোন কিছুর মাপ নিতে পারবেন এটা দিয়ে। এটা সব সময়ই টপে থাকবে।
9. iPlotz

এটা টিম ডিজাইনারদের জন্য বেশি কাজে লাগবে। প্রযেক্ট ম্যানেজম্যান্ট টুল যা ডিজাইনিং এ কাজে লাগবে।
10. Fractal4D

এটা দিয়ে আপনি ঘূর্নি ইফেক্ট তৈরি করতে পারবেন যা ভেক্টর ফাইল বা PNG ফরম্যাটে সেভ হবে। এই ইফেক্ট গ্রাফিক্স ডিজাইনে বেশ কাজে লাগবে।
Adobe AIR হলো ইন্টারনেট এনাবল ডেস্কটপ এপস। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই অনলাইন টুলগুলো আপনার কাজ গুলো আরো সহজ করে দিবে। এখানে আপনি ইমেজ এডিটিং সহ ডিজাইনিং টুলস পাবেন। আপনার যদি Adobe AIR ইন্সটল করা না থাকে তাহলে পাবেন এখানে http://get.adobe.com/air/
11. Designview

এটা দিয়ে Flex গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) তৈরি করা যায়। ডিজাইনারদের জন্য অনেক কাজের একটা টুল যারা সহজেই ফ্লেক্স ভিত্তিক ইন্টাইফেস তৈরি করতে চায়।
12. Splashup Light

এটা একটা সিম্পল ইমেজ এডিটর যা দিয়ে contrast/brightness, hue saturation, text editing, এবং shapes পরিবর্তন করতে পারবেন। ছবির মান বৃদ্ধি করতে এই টুল ব্যবহার করতে পারবেন।
13. Mindomo

এটা ডেস্কটপের জন্য mind mapping এপ্লিকেশন যা আপনার ডেস্কটপে ব্যবহার করা যাবে। এটা Linux, Mac OS, এবং Windows অপারেটিং সিস্টেমে চলে। আপনার মাইন্ড ম্যাপের কাজ এটা দিয়ে অফলাইনেও ব্যবহার করতে পারবেন।
14. Flickr Desktop Search

অনেক ডিজাইনারই প্রায় সময় ফ্লিকারে আইডি খুলে থাকেন তার প্রয়োজনীয় ছবিগুলো সেভ রাখার জন্য। এই টুলের সাহায্যে আপনি খুব সহজেই ফ্লিকারে আপনার প্রয়োজনীয় ছবি সার্চ করতে পারবেন।
15. CleVR Stitcher

আপনি যদি অনেকগুলো ছবি এক সাথে জোড়া দেয়ার জন্য অর্থাৎ wide panoramic photo তৈরি করার জন্য কিছু খুঁজে থাকেন তাহলে কাজে লাগবে এই টুল। এটার ব্যাসিক ফটোগ্রাফ এডিটিং অপশন রয়েছে যেমন কালার ঠিক করার ফিচার।
16. ImageDropr

ডিজাইনারের যদি ফ্লিকার আইডি থাকে তাহলে এই টুল ব্যবহার করা হলো সময়ের দাবি। এটা দিয়ে খুব সহজেই ফ্লিকারের ছবিগুলা ম্যানেজ করতে পারবেন। আপলোড, ট্যাগ, ছবির টাইটেল এডিট এবং আরো অনেক কিছু সব হবে ডেস্কটপ থেকে।
17. PhotoTable

এই টুল দিয়ে ওয়েবের যেকোন ছবি ড্রাগ ও ড্রপ করে সেভ করতে পারবেন। ব্যবহার করলেই বুঝবেন কতটা কাজের!
18. Snoto Photo

এটা এডোব এয়ারের অন্যতম টুল। এটা দিয়ে আপনার ছবি গুলা ব্রাউজিং করতে পারবেন। ইচ্ছা করলে আপনার ছবি দিয়ে আপনি স্লাইড শো তৈরি করতে পারবেন।
19. TiltShift Generator

আপনি যদি খুব সহজেই Tilt-shift ইমেজ তৈরি করতে পারবেন কোন রকম সময় নষ্ট না করে এমনকি ফ্রী। লিমিটেড লেন্স ব্যবহার করা ছবি দিয়েও এই টুল দিয়ে Tilt-shift ইমেজ তৈরি করতে পারবেন।
20. Website Generation Tool Take II

এই টুল তাদের জন্যই যারা খুব তাড়াতাড়ি এবং সহজেই সাইট টেমপ্লেটস তৈরি করতে চায়।
21. zFlick

এটা দিয়ে ডেস্কটপ থেকে ফ্লিকারের সব ইমেজ ব্রাউজ করতে পারবেন। সহজেই ইমেজ সার্চ করতে এর জুড়ি নাই।
22. PixelWindow
স্ক্রিনে থাকা যেকোন বস্তুর মাপ পিক্সেল দিয়ে প্রকাশ করতে ব্যবহার করতে পারেন এই টুল।
ধন্যবাদ সবাইকে








No comments:
Post a Comment