সাগতম সবাইকে আমার এই ছোট্ট ব্লগটিতে


Banner 468

Wednesday, July 25, 2012

আজ আমরা এনিমেল মরফিং এর কাজ শিখব

কেমন আছেন সবাই? আসা করি ভাল আছেন সবাই। আজ ফটোশপের একটি টুল নিয়া আপনাদের সামনে হাজির হলাম।
আজ আমরা এনিমেল মরফিং এর কাজ শিখব । অর্থাৎ দুইটা সম্পূর্ণ ভিন্ন প্রানীকে এক সাথ করে নতুন একটা প্রানী বানিয়ে ফেলব ;)
চলুন তাহলে শুরু করা যাক
Step 1 :
প্রথমে একটা জলহস্থিকে সিলেকট করব . এখানে প্রথমে বাইরে একবার Magic Wand Tool দিয়ে সাদা অংশ টাকে সিলেকট করব /

তারপর ctrl+shif+i চাপব । তাহলে শুধু Hippo টা সিলেক্ট হবে ।


Step 2 :
এখন আমরা সিলেকশান করা Hippo টির মাথা একটি গিরগিটির সাথে জোড়া লাগাব ।

এখন আগের পেজ এ সিলেকট করা অংশ কে ctrl+c চেপে কপি করে এখানে ctrl+v চেপে পেস্ট করুন ।

Step 3 :
এখন এটাকে আমরা রিসাইজ করে গিরগিটি টির মাথায় বসাবো ।

Step 4 :
এখন আমরা এটির রঙ পরিবর্তন করব । এর জন্য আমরা ctrl+u চেপে Hue & Saturetion এ যাবো এবং নিচের পয়েন্ট গুলো্র দিকে লক্ষ্য রেখে Ok দিবো ।

Step 5 :
এখন আমরা Ereser টুল নিয়ে এর হার্ডনেস ০ % দিয়ে একটু ইরেজ করব ।

এভাবে

Step 6 :
এবার আমরা প্রথম লেয়ার টি সিলেক্ট করব । তারপর Clone Stamp tool নিয়ে Hippo টির মাথার পিছনের অংশে গিরগিটিটি দেখা যায় তার কাছকাছি অংশ থেকে alt চেপে ক্লোন করে গিরগিটির মাথার অংশ পর্যন্ত ক্লোন করে ফেলব ।


Step 7 :
এখন আমরা এটার মুখের ভিতরে অংশ রঙ করব ।
এজন্য প্রথমে নতুন একটা লেয়ার নিতে হবে ।
তারপর ব্রাড টুল সিলেক্ট করে হালকা গোলাপি কালার নিয়ে Fill ৫০ % রেখে কালার করব ।

Step 8 :
তারপর আবার Ereser টুল দিয়ে বাইরে যাওয়া অংশ কে মুছে ফেলতে হবে ।


ব্যাস , বেশ ভালো ভাবেই হয়ে গেলো আপনার Animal Morfing এর ক্লাস । এনিমেল মরফিং নিয়ে আরো একটি টিউটোরিয়াল পাবেন সামনে  :)
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন সবাই।

No comments:

Post a Comment