সাগতম সবাইকে আমার এই ছোট্ট ব্লগটিতে


Banner 468

Wednesday, July 25, 2012

বি টি সি এল ইন্টারনেট নিয়ে কিছু কথা । যা না বললেই নয়




একটা সময় ছিল যখন আমারা সবাই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতাম কিন্তু এখন সবাই WiMAX টাই বেশি পছন্দ করে কিন্তু মজার বিষয় হচ্ছে আজকাল দিনেও মানুষ বি টি সি এল এর ব্রডব্যান্ড ব্যবহার এর কথা ভাবে এই পোস্টে আমি আপনাদেরকে বি টি সি এল ইন্টারনেট এর কিছু তথ্য দেয়ার চেষ্টা করবো  

  • মডেম সমাচার

 ADSL Modem কিনার সময় আবশ্যই খেয়াল রাখবেন যে ওটা যেন বি টি সি এল দেয়া  Huawei মডেম না হয় ওটা অনেক বাজে মডেম লাইন পেতে সমস্যা করেআর আগে জানতাম লাইন নাকি বারবার কেটে যায় কিন্তু tp link এ এমনটা হয় না২৪ ঘণ্টায় ২ কি ৩ বার adsl সার্ভিস কয়েক সেকেন্ড বন্ধ থাকতে পারেকমদামের মধ্যে TP LINK -ই ভাল লেন পোর্ট ৪ টা পাবেন wifi ও পাবেন =>www.tp-link.com কিছু মডেল নং -TD-8840T (4 lan port) ২২০০ টাকা আনুমানিকTD-W8950ND(4 Lan port + wifi ) ৩২০০ টাকা আনুমানিকএছাড়াও বাজারে ADSL ভাল মডেম আছে যেমন JSL ইত্যাদস্পীড কম বা বেশি হওয়ার কারন আপনার বাসাটা কি এক্সচেঞ্জ   হতে ১০০০ মিটারের মধ্যে ?যদি হয় তাহলে আর কোন কথাই নাই ২৫৬ কেবিপিএস এর লাইন নিয়ে ৫০ বা ৬০ ডাউনলোড স্পীড আথবা তারও অনেক বেশি পাবেন । ( আমি ২৭০০ মিটার দূরে তাই ৩০ এর মত পাই  

   এবার হিসাব করার কাজ আপনার )লাইন নেয়ার আগে SNR চেক করুক (সম্ভভ হলে) আপনার বাসায় যদি এ ডি এস এল মডেম -এ SNR ১১ বা তার উপর পায় তাহলে ভাল অন্যান্য লক্ষণীয় বিষয় লাইন প্যাকেজ Unlimited নেয়াই ভাল   BTCL এর মধ্যে কিন্তু Fair use policy নাই আপনার এলাকার লাইনের আবস্থা কেমন তা ভাল করে জেনে নিন আপনার বাসার লাইনটা কি খুব পুরনো বা তাতে কি কোন জোড়া আছে ? হলে আবশ্যই নতুন ভাল তাঁর কিনুন

  • লাইন ম্যানকে(যিনি টেলিফোন লাইন সংযোগ দেন ) হাতে রাখুনযেকোনো সময় কাজে লাগবে বি টি সি এল এর ইন্টারনেট সেবার মুল কাজ করেন EMEM Systems Limited > http://www.ememsystems.net একবার ক্লিক করে দেখে নিন এদের সমাচার ইন্টারনেট এর জন্য আবেদন করতে হবে বি টি সি এল মগবাজার এক্সচেঞ্জ -এ অথবা আপনি ইমেম সিস্টেম এর অফিসেও করতে পারেন আমার মনে হয় ইমেম সিস্টেম এ করাই ভাল ওরা বলে ৭ ১০ দিন এর মধ্যে লাইন দেয় আসলে কপাল ভাল হলে পেতে পারেন না হয় ১৫ বা ২০ দিন লাগতে পারে ( আমি মগবাজারে আবেদন করে ১৭ দিনের মাথায় লাইন পেয়েছিলাম তাই বলছি EMEM System করেন ) ওদের বিল জেনারেট তারিখ হল মাসের ১ এবং ১৫ ।  যদি ১ তারিখ এর পর লাইন পান তাহলে পুরামাস এর বিল হবে আর ১৫ তারিখের পর হলে অর্ধমাসের বিল বি টি সি এল প্যাঁকেজ ভাল করে জেনে নিন > http://www.bcube.net.bd বি টি সি এল এর ব্রডব্যান্ড তারাই ব্যবহার করতে পারবেন যাদের বাসতে টি এন্ড টি টেলিফোনে লাইন আছে শেষ বয়ান বি টি সি এল ইন্টারনেট খারাপ না তবে সব বিষয় ভালভাবে বিবেচনা করেই নেয়াটা ভাল কারন এদের কাজের প্রসেস মোটামুটি ঝামেলাপূর্ণ ভাবিয়া করিও কাজ করিয়াও  ভাবিও না।

    যাই হোক একটু দুষ্টামি করলাম কেউ কিছু মনে করবেন না যেন 

No comments:

Post a Comment