সাগতম সবাইকে আমার এই ছোট্ট ব্লগটিতে


Banner 468

Wednesday, July 25, 2012

গুগল ম্যাপে আসছে নতুন প্রযুক্তি



আজকে গুগলে একটি নতুন feature নিয়ে আলোচনা করব। তো চলুন যে নি কি সেই feature.
গুগলের ম্যাপ সেবাটি আরও উন্নত করতে নতুন প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এক খবরে বিবিসি জানিয়েছে, ৬ জুন বুধবার গুগল এ ঘোষণা দিয়েছে।


২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি ওয়েবভিত্তিক ম্যাপ সেবা চালু করেছিল গুগল। বর্তমানে ১০০ কোটিরও বেশি মানুষ গুগল ম্যাপ সেবা ব্যবহার করেন। মোবাইল, ডেস্কটপসহ বিভিন্ন পণ্যে এই ম্যাপ সেবার মাধ্যমে বিভিন্ন অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
অ্যাপলের ডিভাইসে এত দিন গুগল ম্যাপ সেবা চালু থাকলেও সম্প্রতি অ্যাপল নিজস্ব ম্যাপ সেবা চালুর করার কারণে গুগলের এ সেবাটি বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। এ খবরের নেতিবাচক প্রভাব ঠেকাতেই গুগল ম্যাপকে আরও উন্নত ও নতুন প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছেন গুগল কর্মকর্তা ব্রায়ান ম্যাকলেডন।
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে অফলাইনে গুগল ম্যাপ দেখাসহ এতে ত্রিমাত্রিক প্রযুক্তি যুক্ত করার ঘোষণাও দিয়েছেন ম্যাকলেডন।

No comments:

Post a Comment